রায়হান আহমেদ,পানছড়ি প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী পানছড়ি,খাগড়াছড়ি পার্বত্যজেলা। পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক গরীব প্রাথমিক থেকে কলেজ শিক্ষার্থীদের সহায়ক গাইড, আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ।এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন।
২১ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় তালুকদার পাড়া থেকে এই বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা,পানছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মনিরুজ্জামান ,উল্টাছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা স্যার,হাছান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস আলপনা দে, অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মিঠুন সাহা,বিশিষ্ট ব্যবসায়ী কাজল দে,স্থানীয় সাংবাদিক চাঁন মিয়া সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এই বই বিতরণ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আরও যারা সার্বিক সহযোগিতা করেছেন আকাশ মজুমদার, হেমা চাকমা, ইউসুফ। এবং এই সময় সঞ্চালনায় ছিলেন রূম্পা সাহা।
এই সময় অতিথি বৃন্দরা এমন সুন্দর ও যুগোপযোগী সুন্দর উদ্যোগ গ্রহণ করে অসহায় ও গরীব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর ভূয়সী প্রশংসা করেন।