মিঠুন সাহা,(পানছড়ি)খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রীদের বরণ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত মঞ্চে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে স্কুলের সহকারী শিক্ষক মোঃ মিনহাজুল ইসলাম এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক অলি আহমদ এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার অনজন দাশ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) আহমেদ হাছান, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান,বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা,সাংবাদিকবৃন্দসহ প্রমুখ