গোপালঘাটা হক কমিটির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ‘র ৯৫ তম পবিত্র খোশরোজ শরিফ উদযাপন উপলক্ষে আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার আয়োজনে গোপালঘাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ ডায়াবেটিস পরীক্ষা আলোচনা সভা ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম ভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জয়নাল আবেদীন মুহুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ইলিয়াছ হুসাইন আল কাদের, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তাসলিম উদ্দিন আল কাদেরী, অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আজগর আলী,ডাঃ মোজাম্মেল হোসেন পলাশ,ডাঃ তামান্না তাবাসসুম জেসি,ডাঃ সাইদুল হোসেন,ডাঃ বিমল চন্দ্র দেবনাথ,ডাঃ সত্যজিৎ সুশীল,নাদের খাঁন মেম্বার, ডাঃইকবাল শাহ,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, মাওলানা আব্দুল আজিজ,হাজী মাহাবুল আলম,হাজী ইলিয়াস, মাস্টার জসিম উদ্দিন, মাস্টার নুরুল হুদা, মাওলানা রাশেদুল আলম, জনাব দেলোয়ার হোসেন মাসুদ,জুনায়েদ সোহেল, জাহেদুল আলম, জুনায়েদুল আলম রুবেল, নাসির উদ্দিন, জয়নাল আবদীন, আলাউদ্দিন, মাওলানা হান্নানউদ্দিন রাসেল, মাওলানা শফিউল আলম সাকিব, আমির হোসেন, আরফাতুল ইসলাম, কাওয়ালী পরিবেশন করেন মরমী শিল্পী মঈন উদ্দীন সাবিদ প্রমুখ।