আল সিরাজ ভান্ডারীঃ
চট্টগ্রামের কালুরঘাট নতুন সেতু বাস্তবায়ন ও ফেরী পারাপারে নিরাপদ ব্যবস্থা করার দাবিতে বোয়ালখালীতে সেতুর পূর্ব পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
১১মে (শনিবার) মানববন্ধনে অংশ গ্রহন করার জন্য দলে দলে ব্যানার নিয়ে কালুরঘাট সেতু সংলগ্ন ফেরীঘাটে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বোয়ালখালীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও বোয়ালখালীর সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অনতিবিলম্বে পুরাতন সেতু চালু করা ও দ্রুত কালুরঘাট নতুন সেতু বাস্তবায়ন এবং ফেরিঘাটের সুষ্ঠু নিরাপদে যাতায়াতের ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।
এসময় অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও আইনজীবী আবু তৈয়ব কিরন,নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক কামাল উদ্দিন। কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন।
এসময় বোয়ালখালীর সাধারণ শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।
মানববন্ধনে অনতিবিলম্বে পুরাতন সেতু চালু ও দ্রুত নতুন সেতু বাস্তবায়ন এবং ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।
স্যার আশুতোষ সরকারী কলেজের প্রভাষক আদনান হায়দার, সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ হেলাল, সাধারণ সম্পাদক ছৈয়দ ইসমাইল ইফতি, জাহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস সায়মা।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন হতে বক্তব্য রাখেন মুহাম্মদ নাজিম উদ্দিন,আতিকুর রহমান আতিক, মোশারাফুল হক,মোঃ জামাল তালুকদার,মোঃ ইকবাল হোসেনসহ প্রমুখ।