আল সিরাজ ভাণ্ডারী,চট্টগ্রামঃ
তারুণ্য,নেতৃত্ব ও ঐশীপ্রেম-এই বিষয়সমূহের উপজীব্য করে আত্নোন্নয়নমূলক যুব সংগঠন “তাজকিয়া”র কার্যকরী পরিষদ ২০২২-২৪ বর্ষ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম নগরীর ২নং গেইটস্থ তাজকিয়ার কার্যালয়ে ১১ মে সন্ধ্যা ০৭ টায় কেন্দ্রিয় সভাপতি ডাঃ কৌশিক সায়মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু নাসের নুর অন্তু,উপদেষ্টা মণ্ডলীর সদস্য এইচআর মেহেবুব জিকো,এইচ এম রাশেদ খান,কেন্দ্রিয় সহসভাপতি আবু সালেহ সুমন,সহসভাপতি মাওলানা মুজিবুল হক।আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সৈয়দ শরফ উদ্দিন রাসেল,সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম দক্ষিন) ফয়েজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম মহানগর) সৈয়দ সাদ ইবনে আলম,অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম তানভীর,ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুল হক,তথ্যপ্রযুক্তি সম্পাদক মাঈন উদ্দিন হাসান, প্রচার সম্পাদক মোঃ ফোরকান আলী,নির্বাহী সদস্য এবিএম মাসুদ প্রমুখ।
উপদেষ্টামন্ডলীর বক্তব্যে সংগঠনের আগামীর চ্যালেঞ্জ, কর্মযজ্ঞ,ব্রান্ডিং,একটি সমর্থক গোষ্ঠী তৈরি ও উন্নত থেকে উন্নতর কর্মপদ্ধতির সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়াস রাখার আহবান করা হয়েছে।সংগঠনকে আরো সমৃদ্ধশালী করা এবং প্রতিটি কর্মকান্ডকে প্রেমের যোগসাজশে একটি অন্য মাত্রায় অবস্থান পাকাপোক্ত করার আহবান করে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।