হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার উপর দিয়ে নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজে নিয়োজিত বেসামরিক ট্রাক দুর্ঘটনায় এক হেলপার নিহত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) আনুমানিক রাত ৪ টার সময় জুড়াছড়ি থানার অন্তর্গত দুমদুমিয়া ইউনিয়নের ৩৫ কিলো ৪১বিজিবি আওতাধীন সীমান্ত সড়কের কাজে নিয়োজিত বেসামরিক ট্রাকের ড্রাইভার মাইনুদ্দিন নয়ন (২৮) এবং হেলপার সাকিল উদ্দিন (২২) গুরুতর আহত হয়।

নিহত হেলপার সাকিল উদ্দিন চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নাপিত পুকুরিয়া নামক গ্রামের মনছব আলির সন্তান এবং আহত ড্রাইভার মাইনুদ্দিন নয়ন বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের রাজবিলা মুসলিম পাড়া গ্রামের কোরবার আলির সন্তান।
সীমান্ত সড়কের কাজে নিয়োজিত লট-টিএস ৪৬০৯ নম্বরের এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে গেলে গুরুতর আহত হয় ড্রাইভার এবং হেলপার।
এই দুর্ঘটনার সংবাদ পেয়ে সাইচল আর্মি ক্যাম্প তাদেরকে উদ্ধার করে ভোর ৫.৩০ টার সময় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হেলপার সাকিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত ড্রাইভার মাইনুদ্দিন নয়নকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সংবাদ পেয়ে রাজস্থলী থানা পুলিশ উক্ত মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তত করে এবং মৃত ব্যক্তির মরদেহ তার নিকটতম আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।