হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা এবং পান্থা উৎসব উদযাপন করা হয়েছে।
এতে সকল সম্প্রদায়ের লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংগ্রহণ করেন।
রবিবার ১লা বৈশাখ (১৪ এপ্রিল) বাঙ্গালী, চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা এবং ত্রিপুরাসহ উপজেলার সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে
বাংলা নববর্ষকে বরণ করা হয়।
“এসো হে বৈশাখ এসো এসো” বাংলা বর্ষ বরণের এই বিখ্যাত গানটি পরিবেশনার মধ্য দিয়ে শোভা যাত্রার উদ্বোধন করা হয়।
পরে বাংলা নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা সকলকে বৈশাখের শুভেচ্ছা জানান।
এসময় উপজেলায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
সবশেষে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সকলের জন্য পান্তা ইলিশের আয়োজন করা হয়।