ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর:
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হোক ইমদাদের সঙ্গে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব ও থানা এলাকার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭টায় অফিসার ইনচার্জ ইমদাদুল হোকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি আবদূন নূর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদ মণির হোসেন, প্রচার সম্পাদক মামুন হোসেন, সাংবাদিক মো. হাছান, রফিকুল ইসলাম, ও সাংবাদিক ফয়সাল মাহমুদ’ জেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশ সমাচার
সৌজন্য সাক্ষাৎকালে ওসি বলেন, সাংবাদিক জাতির বিবেক তাই সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমার সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে কাজ করে চন্দ্রগঞ্জ থানা এলাকায় জুয়া, অবৈধ দখল, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।