তাপদাহে পেটের তাগিদে রাস্তায় বের হওয়া শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল বিতরণ করেছেন পাঁচলাইশ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
২৮ এপ্রিল (রবিবার) নগরীর মুরাদপুর মোড়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।শ্রমজীবী মানুষদের পাশাপাশি এই সময় রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যদের ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল ও খাবার পানি সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সমন্বয়ক ইশতিয়াক হোসাইন মনি,পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক ও পাঁচলাইশ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সমন্বয়ক স্নেহাশীষ বড়ুয়া সোহেল,৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সংগঠক সৈয়দ মোঃ পিয়াল,ওসমান মহিব,ইনজামামুল ইসলাম সাকিব,মোঃ সোহেল,মোঃ নেজাম উদ্দিন,মোঃ খাইরুল,কাইয়ুম বাদশাহ প্রমুখ।