নানিয়ারচর উপজেলা প্রতিনিধি:
খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা মানুষের মন ও শরীর কে সুস্থ ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ রাখে, মাদকমুক্ত সমাজ গড়তে ভুমিকা রাখে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর থানার আয়োজনে নানিয়ারচর থানা প্রাঙ্গানে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২০২১ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে পুলিশ সুপার এ কথা বলেন।
মুজিব শতবর্ষ ব্যাডমিন্টনটুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে এছাড়াও উপস্থিতি ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা ক্রীড়া সংগঠক আবুল বশর চৌধুরী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ সহ দর্শকবৃন্দ প্রমুখ। ২০ টি দল টুর্নামেন্ট অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে উৎস চাকমা ও নূর আলম রানার আপ এবং পলাশ ধর, ও সুমন শেখ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে উৎস চাকমা, নূর আলম , পলাশ ধর ও সুমন শেখ শ্রেষ্ট খেলোয়ার, শুভ্র কর্মকার সুশৃঙ্খল খেলোয়ার, রুপম বড়ুয়া পরিচ্ছন্ন খেলোয়ার এবং পরেশ দেওয়ান গোল্ডেন হ্যান্ডসেক খেলোয়ার হিসাবে পুরুস্কৃত করা হয়। নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান এর স্বাগত বক্তব্যোর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। বর্ণিল আতশবাজী, ফানুস উডাউনের মধ্যে দিয়ে মুজিব শর্তবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২০২১ এর ইতিটানা হয়।

তথ্য অনুসন্ধানের জানা যায় যে, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান থানায় যোগদানের পর নিজের সততা, মেধা, বিচক্ষণতা কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে নানিয়ারচর উপজেলার শান্তিকামী মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। খেলাধুলা, বৃক্ষরোপন, বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ তার ব্যতিক্রম ধর্মীয় কিছু উদ্দেগ্যে বাঙ্গালী-পাহাড়ী শান্তিকামী মানুষের মধ্যে পুলিশের প্রতি শ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে।
উপজেলা প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করে নানিয়ারচর জোনের সেনাবাহিনীর সার্বিক সহায়তায় নানিয়ারচর উপজেলার মতো সন্ত্রাসী কবলিত একটি দুর্গম পাহাড়ী এলাকা থাকা স্বর্ত্ত্বেও বাল্য বিবাহ, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বন্ধে বহুলাংশে সফল হয়েছেন।

এখন এলাকার দীর্ঘদিনের ভূমি বিরোধ মিমাংসাসহ এলাকার বহু পুরাতন বিভিন্ন সমস্যা থানা পুলিশের মাধ্যমে সমাধান হচ্ছে। নানিয়ারচর উপজেলার সাধারণ নাগরিকরা বলেন দেশের প্রতিটি থানার ওসি যদি নানিয়ারচর থানার ওসি সাব্বির রহমানের মতো সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে মাদক, চোরাচালান, ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত এই দেশ হতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ।
এলাকার বিভিন্ন মহলের মন্তব্য নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান কাজ করে যাচ্ছে দায়িত্ববোধের সাথে, এজন্য তিনি উপজেলার সবার কাছে পেয়েছে গ্রহণযোগ্যতা। এই সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জকে এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।