নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি :
নানিয়ারচর বুড়িঘাটে ষ্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে সমাপনী খেলাটির বুড়িঘাট বাজার মাঠে খেলার আয়োজন করা হয়েছে,উক্ত ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: মামুন ভূইঁয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য খুলনা দেবী খীসা,মোস্তফা খান(মেম্বার)মো: মিজানুর রহমান (মেম্বার),মোঃ মহিদুল ইসলাম,মোঃ নুর জামাল,কালমিনি চাকমা,মহারাজ,তরিকুল ইসলাম,আবু জাফরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ। উক্ত টুর্নামেন্টে অনুর্ধ-১৮ তে বিজয়ী হয় পুলিপাড়া অংম্রাং ক্লাব – (এ) এবং বড়দের মধ্যে বিজয়ী হয় বুড়িঘাট স্পোর্টিং ক্লাব।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন,খেলাধুলা মানুষের মন ভালো রাখে,এ আয়োজনে আমি অত্যন্ত খুশী,খেলাধুলা সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে চেষ্টা করে,প্রতিবার এ আয়োজন অব্যাহত রাখতে আয়োজন কমিটিকে অনুরোধ জানাচ্ছি।এসময় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।