টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
১০ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলার বগাছড়ির রাস্তামাথা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে গণ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আসা হয়।
এ সময় ঘিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ইসলামপুর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ জুনিয়র হাইস্কুল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানিয়ারচর আসার পর নানিয়ারচর মডেল প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও নানিয়ারচর দি চেঙ্গী চইল্ড হোম প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এছাড়া নানিয়ারচর পুরাতন বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন করেন নবনিযুক্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ইলিপন চাকমা।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগেরসভাপতি দীপংকর তালুকদার (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নিখিল কুমার চাকমা, সহ-সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ ও ( সাবেক চেয়ারম্যান) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। সংবর্ধিত অতিথি বাবু অংসুইপ্রু চৌধুরী চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। সভাপতিত্ব করেন জনাব, আব্দুল ওহাব হাওলাদার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নানিয়ারচর উপজেলা শাখা। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ প্রিয় নন্দ চাকমা, ইলিপন চাকমা, অংসুই ছাইন চৌধুরী, নিউচিং মারমা।
Exif_JPEG_420
সংবর্ধিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে জননেতা দীপংকর তালুকদার (এমপি), নিজস্ব তহবিল হতে হতদ্ররিদ্রের মাঝে অনুদান প্রদান করেন। এছাড়াও নানিয়ারচর উপজেলায় আজ কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয় বীরমুক্তি যোদ্ধা লিয়াকত আলীর ভ্যাকসিন গ্রহন করেন।