রায়হান আহম্মেদ,পানছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সদর স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ টিকা দান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সাধারণ জনগণের মাঝে করোনা ভেকসিন টিকা গ্রহণে যে ভীতির সৃষ্টি হয়েছে। তা সম্পূর্ণ ভুল বার্তা।তাই জণগনের ভুল বার্তার মাঝে বিশ্বাস স্থাপন করার লক্ষ্যে প্রশাসন লেভেল ও সরকারি কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা টিকা গ্রহণ করেন।
৭ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় পানছড়ি উপজেলায় সুসজ্জিত ভাবে প্রথম ধাপে ৫৩ জনের মাঝে স্বাস্থ্য কমপ্লেক্সের সুসজ্জিত ভাবে এই টিকা দান প্রদানের জন্য ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোভিড ১৯ টিকা গ্রহণ করেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম।
এই সময় আরও টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব দুলাল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মারমা,মৎস্য কর্মকর্তা,প্রিয়কান্তী চাকমা সহ মোট ৫৩ জন।।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র দেব চাকমা,৪ নং লতিবান ইউনিয়নের চেয়ারম্যান কিরণ ত্রিপুরা,পানছড়ি যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রায়হান আহম্মেদ সহ প্রমুখ।
পানছড়ি যুব রেডক্রিসেন্ট ইউনিট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল চিকিৎসক, নার্সবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তৌহিদুল ইসলাম বলেনঃআমরা পানছড়িতে প্রথম ধাপে ৬শ ১২টি টিকা পেয়েছি। আমরা উপজেলা প্রশাসন থেকে
আজ টিকা গ্রহণ করেছি।সবার কাছে উপজেলা প্রশাসনের কাছ থেকে বার্তা থাকবে আপনারা করোনার টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করুন।দ্বিতীয় ধাপে করোনা টিকা হাতে পাওয়ার সাথে সাথে সাধারণ জনগণের মাঝে টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা বলেনঃসারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়ও প্রথম ধাপে কোভিড ১৯ করোনা ভাইরাস ভেকসিন টিকা প্রদান করা হয়েছে। আমি নিজেও টিকা গ্রহণ করেছি।কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়নি।
রেজিষ্ট্রেশন কাজ চলছে।সবাই রেজিষ্ট্রেশন করুন। আমি ধন্যবাদ জানাই সকল চিকিৎসক, নার্স, প্রশাসন,
রেডক্রিসেন্ট ইউনিট,সাংবাদিক ভাই সহ সকলকে।