টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি:
০৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার মংখোলা পূর্বারাম বন বিহারে পরম পূজ্য বনভান্তের ১০২তম জন্ম জয়ন্তি ও ৯তম মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে ত্রিপিটক পূজা,বুদ্ধমূর্তি দান,সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান, ত্রিপিটক দান ও নানাবিধ দানের আয়োজন করা হয়।
প্রতি বারের ন্যায় দুই দিন ব্যাপি মংখোলা পূ্র্বারাম বন বিহার উদ্যোগে পবিত্র বুদ্ধ ধাতু ও পবিত্র ত্রিপিটক রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে নানিয়ারচর উপজেলারও বিভিন্ন গ্রামের পানির পথে পথে পবিত্র ত্রিপিটক ঘুরানো হয়েছে।
আজ ০৫ ফেব্রুয়ারি সকাল থেকে তীব্র শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য স্ব-ধর্মপ্রাণ পূণার্থীর সমাগমের মধ্যে দিয়ে মংখোলা পূর্বরাম বন বিহারের প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
সকাল ৯টায় ভিক্ষু সংঘকে মঞ্চে নিয়ে আসা হয়। অনুষ্ঠান শুরু করার পূর্বে বনভান্তের প্রতিকৃতি ও আমন্ত্রিত ভিক্ষু সংঘকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর পূজনীয় ভিক্ষু সংঘের অনুমতিক্রমে ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সকালের অনুষ্ঠান শুরু করা হয়।
এই মহান পূর্ণময় অনুষ্ঠানে সঞ্চালনা করেন রুপায়ন চাকমা, পঞ্চাশীল প্রার্থনা করেন পাহাড়িকা চাকমা। এসময় জ্ঞান প্রিয় মহাস্থবির ভান্তে বুদ্ধমূর্তি দান,সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান, বিশ্বশান্তি পেগোডার উদ্দেশ্যে টাকা দান, ত্রিপিটক দান এবং নানাবিধ দানকার্য সম্পাদন ও উৎসর্গ করেন।
এই মহান অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ পূণার্থীর উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন পূরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের আবাসিক প্রধান ভীরু মহাস্থবির ভান্তে, নানিয়ারচর রত্নাকুর বন বিহারের আবাসিক প্রধান বিশুদ্ধা নন্দ মহাস্থবির ভান্তে, করুণাবদ্ধন ভান্তে সহ আরো অনেকেই ধর্ম দেশনা প্রধান করেন।