হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলীতে আস্থা ইয়ুথ গ্রুপের উদ্যোগে এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর সহযোগিতায় ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা গণমিলনায়তনে আস্থা ইয়ুথ গ্রুপের সকল সদস্যদের অংশগ্রহণে এই ত্রৈমাসিক সক্রিয়করণ সভা সম্পন্ন হয়।
আহ্বায়ক হাবীবুল্লাহ মিসবাহ’র সঞ্চালনায় এবং আহ্বায়ক সুজেল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকার আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাগরময় চাকমা।
এসময় রাজস্থলী আস্থা ইয়ুথ গ্রুপ আগামী তিনমাস পুরো উপজেলায় কোন কোন বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে তার বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে যুবক যুবতীদের ক্ষমতায়ন, সরকারি বেসরকারি বিভিন্ন কার্যক্রমে যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, আগামীর নেতৃত্ব তৈরি, বেকারত্ব দূরীকরণ, বাল্যবিবাহসহ সমাজের অনৈতিক কর্মকাণ্ড যেন যুবদের অংশগ্রহণে নির্মূল হয় তেমন একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠাই আস্থা ইয়ুথ গ্রুপের উদ্দেশ্য। এছাড়াও বাংলাদেশ সরকার ঘোষিত যুব নীতি ২০১৭ বাস্তবায়নে এই ফোরাম কাজ করে যাবে বলে অঙ্গীকারাবদ্ধ।