মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রত্যন্ত জনপদে শতাধিক অসহায় ও হত-দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২ টা নাগাদ সিন্দুকছড়ি জোনের অধীনস্ত গরাইছড়ি ক্যাম্পের অদূরে দেবলছড়ি বাজারপাড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিকুর রহমান। এসময় ঐ এলাকার ১০০ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষুধপত্র বিতরণ করা হয়