হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের গণমিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কৃষি অফিসার মাহবুব এলাহী, মেডিকেল অফিসার নেজাম উদ্দিন, নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, রাজস্থলী থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম প্রমুখ ।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আলোচনা সভার পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।