চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের পশ্চিম জৈষ্ঠপুরায় ছৈয়দ ওসমান গণি (রহঃ) ও মাহবুবুল হক ( রহঃ)এর বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী) বোয়ালখালী উপজেলার ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের গায়েবী ও জাহেরী সংস্কারক,খতিব,গাউছে জামান আল্লামা সৈয়দ শাহ্সুফী ওসমান গণি আল্ কাদেরী (রঃ) ও কাদেরীয়া ত্বরিকার উজ্জল নক্ষত্র আল্লামা মাহবুবুল হক আল-কাদেরী ( রঃ) এর বার্ষিক সালানা ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ও আলোচনা সভা পশ্চিম জৈষ্ঠপুরা সৈয়দ আমীর আলী পাড়াস্থ ওসমানিয়া দরবার শরীফ ও গাউছিয়া ওসমানীয়া মাদ্রাসার পরিচালক শাহজাদা এস.এম কাজেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাওলাপুরী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত পীরজাদা শাহসুফি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মঃজিঃআঃ) অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি’র ছোট ভাই,বিশিষ্ট শিক্ষাবিদ, এন.এন.কে. ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খালেদ মাহমুদ। প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থেকে কোরআন হাদিসের আলোকে তফসির করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওলানা মুফ্তি মুহাম্মদ গোলাম কিবরিয়া (ব্রাহ্মণবাড়িয়া),পটিয়া মোহাম্মদিয়া গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম আল-কাদেরী,আহল্লা গাজীর পাড়া জামে মসজিদের খতিব কাজী মাওলানা ক্বারী ফরিদ উদ্দিন রহমানী, মাওলানা মাহফুজুল হক,শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম আবদুল মোত্তালিব আল কাদেরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বোয়ালখালী পৌরসভার মেয়র,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুর,শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম,পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম জসিম উদ্দিন, শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী মোঃ নুরুন্নবী চৌধুরী,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক এম এ মন্নান,বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন খোকন,আওয়ামীলীগ নেতা আহমেদ মনছুর,আবদুল্লাহ আল নোমান,কুতুব উদ্দিন,ইউপি সদস্য মোঃ হাসান চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈষ্ঠপুরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা আবদুল মোমেন, মাওলানা আবুল বশর, মাওলানা মোহাম্মাদ মুজিবুর রহমান, মাওলানা ফোরকান কাদেরী, মাওলানা মোহাম্মদ এয়াকুব, মাওলানা আবু শাহেদ কাদেরী ,শাহজাদা মাওলানা গিয়াস উদ্দিন রহমানী,মাওলানা জিয়াউর রহমান সহ বহু আলেম ওলামাগন ও এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।