মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নুর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় মহান ১০ পৌষ উদযাপন হয়।
সংগঠনের প্রবাসী পরিষদ ও সাবেক জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক আকরাম খানের সহ ধর্মিনী সাবিনা আকরাম চৌধুরী সার্বিক সযোগীতায় কর্মসূচীর মধ্যে ছিল ১ম অধিবেশনে ইসালে সওয়াবের জন্য বাদে আসর সালাত আদায়ের পর কোম্বর বাড়ি জামে মসজিদ, ইউচুপ চৌধুরী বাড়ি জামে মসজিদ, পুর্ব মন্দাকিনী আবদুল আজিজ বলির বাড়ি, জিয়া বাবা এবাদত খানা নতুন রাস্তার মাথা, হযরত বেচা গাজী (র.) জামে মসজিদ,নুর আলী মিয়ার জামে মসজিদ,ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, রাজু তালুকদার বাড়ি জামে মসজিদ,পশ্চিম শেয়ান বাড়ি জামে মসজিদ,বায়তুল রাহাত জামে মসজিদ,হিম্মত মুহুরী বাড়ি জামে মসজিদ,নাছির মুহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ,হযরত রহম আলী শাহ জামে মসজিদ জব্বার হাট,বাহার মুহাম্মদ তালুকদার জামে মসজিদ,পরান তালুকদার বাড়ি জামে মসজিদ,আব্বাস তালুকদার বাড়ি জামে মসজিদ,মুল্লুক শাহ কাজী বাড়ি জামে মসজিদ,গুল মুহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ,দুল্লভ চৌধুরী বাড়ি জামে মসজিদ,দৌলত গোমস্তার বাড়ি জামে মসজিদ, সৈয়দ বাড়ি জামে মসজিদ,সুন্দর পাড়া বায়তুল নুর জামে মসজিদ,করিম মুহুরী বাড়ি জামে মসজিদ প্রায় ২২টি মসজিদের মিলাদ,কিয়াম,মোনাজাত ও শুকনা তবারুকের ব্যবস্থা।
২য় অধিবেশনে কার্যালয়ে কোরান খতম, তাউলাদে গাউসিয়া শরীফ, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল। ৩য় অধিবেশনে বাসস্টেশন ও রেলস্টেশন ভাসমান মুসাফিরকে খাবার বিতরন।