হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাথরবন পাড়ায় উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাথরবন পাড়া গ্রামের একটি পাড়া কেন্দ্রে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা তথ্য অফিসের তথ্য সেবা সহকারী ম্যাসিনউ মারমার সঞ্চালনায় এবং তথ্য সেবা কর্মকর্তা লুই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার রতন দেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ।
এতে বক্তারা বলেন, সরকার জনগণের সেবা করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় বিভিন্ন বিষয়ে তথ্য সেবা প্রদান করার জন্য তথ্য অফিস স্থাপন করেছে যার মাধ্যমে দেশের জনগণ ঘরে বসেই অজানা বিভিন্ন বিষয়ে তথ্য জানতে পারবে মোবাইলের মাধ্যমে। এছাড়া কৃষিভিত্তিক যেকোনো ধরনের জিজ্ঞাসা বা সেবা ইত্যাদি তথ্য অফিস থেকে জেনে নেওয়া সম্ভব। তথ্য প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন ভর্তি পরীক্ষার ফরম পূরণ, শিক্ষা, ব্যবসা, আইনি সহায়তা, নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরী করার জন্য তাদের উৎপাদিত এবং সংগৃহিত পণ্য বিক্রয়ের প্লাটফর্ম পরিচালনাসহ অসংখ্য সেবা তথ্য অফিসের মাধ্যমে নেওয়া সম্ভব।
উক্ত উঠান বৈঠকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাথরবন পাড়ার প্রায় ১০০ মহিলা এবং কিশোরীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিতিদের মাঝে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, তাপমাত্রা এবং ওজন মাপাসহ বিনামূল্যে সেবা প্রদান করা হয়।