নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হবে। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাচ্ছে পুরো জাতি।
তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি নানিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এমামুল এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম রুবাইয়াত হোসাইন পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুন্সী আনিসুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুপ্ত শ্রী শাহা,এলজিডি কর্মকর্তা আব্দুল মজিদ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারের ফুল দান এবং ভোরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মাজারে দোয়া ও ফুলদান,উপজেলা প্রাঙ্গনে বিজয় র্যালী,কুচকাআওয়াজ,ডিসপ্লে,খেলাধুলা,নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।