নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ-
মহান বিজয় দিবস-২৩ উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ই ডিসেম্বর) বিকেলে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান শিক্ষক মো: শরিফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইঁয়া,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালক ও রাঙ্গামাটি জেলা জর্জ কোটের আইনজীবী অ্যাডভোকেট মামুন ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: কবির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ওয়ার্ড মেম্বার মো: মিজানুর রহমান, ওয়ার্ড মেম্বার মোস্তফা খান, শিক্ষার্থী অভিভাবক মো: শাহিন আলম এবং অত্র প্রতিষ্টানের শিক্ষক শাকিল হোসেন,শরিফুল ইসলাম,আকাশ শেখ,ঝুমা রানী দাশ,রুমি আক্তার ও শিক্ষার্থীরা।
এর আগে প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিক্ষকবৃন্দরা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা শেষে প্রধান অতিথি উক্তির্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।