দিলোয়ারা আক্তার,কাউখালী প্রতিনিধি:
রাঙামাটি জেলার কাউখালী উপজেলাতে গোল্ডেন একহাজার দিনে (গর্ভকালীন সময়ে) মা ও শিশুর জন্য করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ২৮.১.২০২১ বৃহস্পতিবার রোজ সকালে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে,পার্বত্য জেলা পরিষদ ও লীন প্রকল্পের সহযোগিতা এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।এসময় কাউখালী উপজেলার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থকর্মীগণ ;পরিবার পরিকল্পনার ইউনিয়ন ভিজিটর ;পরিবার পরিকল্পনার মাঠ কর্মীগণ প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা “ডা.সুইমে প্রু রোয়াজা”, “বিজয় রতন চাকমা”।লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কোঅর্ডিনেটর “ডায়না চাকমা”।উপজেলা ফ্যাসিলেটেটর “জ্ঞান বিকাশ চাকমা” প্রমুখ