সরওয়ার কামাল;মহেশখালী প্রতিনিধি(কক্সবাজার):
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া আজিজিয়া ইসলামী একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ই জানুয়ারী সকাল ১০ টায় একাডেমীর প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল বশর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, অত্র এলাকায় এই একাডেমির সুনাম এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে।তারই ধারাবাহিকতায় একাডেমির সাফল্যের পিছনে অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের ভূমিকা অপরিসীম, যা অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের অব্যাহত সফলতা ধরে রাখার জন্য আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আপ্লূত হয়ে আজিজিয়া ইসলামিয়া একাডেমির জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেয়ার সম্মতি জ্ঞাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এভিপি ও টেরি বাজার, চট্টগ্রাম শাখার ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন খাঁন, প্রতিষ্ঠানের সহ সভাপতি সাবেক মেম্বার আলহাজ্ব নুর হোসেন, সেক্রেটারি মোঃ এখলাছুর রহমান এবং সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।