সরওয়ার কামাল, মহেশখালীঃ
বড় মহেশখালী ইউনিয়নে দায়িত্বরত আনসার ভিডিপি’র টিম লিডার মোহাম্মদ আলমগীর কবির আজাদের নেতৃত্বে একটি আনসার ভিডিপি’র টিম ১২ই অক্টোবর সাড়াশি অভিযান চালিয়ে বড় মহেশখালী নতুন বাজারস্হ গৌরস্হান নামক স্হান থেকে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করেছে এবং চোলাই মদ সহ প্রিয়তোষ নামক একজন মদের ব্যবসায়ীকে আটক করেছে।
এছাড়া ও পাহাড়তলী এবং বড় ডেইল এলাকা সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় অভিযান চালিয়ে বহু মদের আস্তানা গুড়িঁয়ে দিয়েছে, মদের ব্যবসায়ীকে ধৃত করে থানায় সোপর্দ করেছে। পাশাপাশি আনসার ভিডিপি টিম লিডার আলমগীর কবির আজাদ এলাকায় অসংখ্য গরিব ও অসহায় মানুষদের কে সাহায্য সহযোগীতা করেই যাচ্ছে। তার এই সাহসী কর্মের কারনে বাংলাদেশ আনসার ভিডিপি’র সম্মান সমুজ্জ্বল করেছে এবং এলাকায় তিনি ব্যাপক প্রশংসায় কুড়িয়েছে।