llকাউখালী প্রতিনিধিll
llদিলোয়ারা আক্তারll
আজ ৪ জানুয়ারি ২০২০ রোজ সোমবার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে পোয়াপাড়া বাজার হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মূল সড়ক পদক্ষীন শেষে মিনিমার্কেটস্ত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিলিত হয়।জাতীয় ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,পরে কেক কেটে,আলোচনার মাধ্যমে উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার সাধারণ সম্পাদক “এরশাদ সরকার”উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান “জনাব সামশোদ্দোহা চৌধুরী”,সহ সভাপতি “ক্যাজাই মারমা”,উপজেলা যুবলীগের সভাপতি “অংক্যাজু চৌধুরী”,রাঙামাটি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক “অভিমং চৌধুরী”,সাংগঠনিক সম্পাদক “অনুমং চৌধুরী অনু”,যুগ্ম সম্পাদক “সালাহ উদ্দিন হামিদ মন্জু”,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি “রবিউল ইসলাম সিকদার “,সহ সভাপতি আব্দুল মোতালেব নাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য প্রদানের সময় নীতি ও আদর্শ নিয়ে চলার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি ছাত্রলীগকে একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসময় তিনি আরও বলেন;দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল এর কথা সকলকে মনে রাখতে হবে।ছাত্রলীগের একজন নেতাকর্মী হিসেবে তাদের আচার আচরণ,তাদের কথা বার্তা,তাদের রাজনীতি সবকিছু সেভাবেই চলতে হবে।যেন এই সংগঠনটা মর্যাদাপূর্ণ হয় এবং দেশ ও জাতির কাছে যেন একটা বিশ্বাস ওআস্থা হিসেবে অর্জন করে চলতে পারে।