র্যামবো ত্রিপুরা;থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান থানচি উপজেলায় ২১শে আগস্ট উপলক্ষে জনসাধারণের মাঝে মাস্ক পড়িয়ে সচেতনতা সৃষ্টি করালেন, থানচি উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীবৃন্দ।
২২ আগস্ট সকালে থানচি বাজার এলাকায় ২১শে আগস্ট উপলক্ষে থানচি প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা জনসাধারণের মাঝে মাস্ক পড়িয়ে সচেতনতার মূলক কার্যক্রম পরিচালনা করেন। বাজারে আসা পথ শিশু, দোকানের মালিক ও কর্মচারীদের মাস্ক পড়িয়ে দেয়া হয়। সরকার লকডাউন খুলে দিয়ে পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে।
১৮ বছরে নিচে শিশুদের এখনো করোনা টিকা আওতায় আসেনি বিশেষতঃ এমন শিশুদের উদ্দেশ্যেই মাস্ক বিবতরণ করা হয়েছে।
এছাড়া দোকানের মালিক ও কর্মচারীদেরও এই সচেতনতা মূলক কর্মসূচীর আওতায় এনে মাস্ক বিতরণ করা হয়। থানচি প্রেসক্লাবের সদস্যদের নিজেস্ব অর্থায়নে এই সচেতনতা মূলক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
এ সময় থানচি প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকা প্রতিনিধি মংবোয়াংচিং মারমা অনুপম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি র্যামবো ত্রিপুরা, অর্থ সম্পাদক ও দৈনিক সচিত্র মৈত্রি প্রতিনিধি হিমং প্রু মারমা, নির্বাহী সদস্য ও পাহাড় কন্ঠ প্রতিনিধি মথি ত্রিপুরা, সদস্য ও দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি চিংথোয়াইঅং মারমাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।