মংহাইসিং মারমা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অভিযানে ৫টি রকেট লাঞ্চার উচ্চক্ষমতার বিস্ফোরক বোমা উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (১৭ আগষ্ট) রাতে থানচি উপজেলা বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম এর নেতৃত্বেেএকটি বিজিবি সদস্যের দল অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো রাখা অবস্থায় উচ্চক্ষমতা বিস্ফোরক এ রকেট লাঞ্চারগুলো গুলো উদ্ধার করে।
বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম জানান, ধারণা করা হচ্ছে বিস্ফোরকগুলো ঐএলাকার কোনো সন্ত্রাসী বাহিনী ব্যবহারের জন্য লুকিয়ে রেখেছে। তবে বোমাগুলো উদ্ধার করে বড় ধরনের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছি। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো কোন সন্ত্রাসী দলের তা অবশ্য এখনও জানা যায়নি।
উল্লেখ্য,গত ১৯ জুলাই সোমবার বিকাল বান্দরবানে রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুঁতে রাখা পরিত্যক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমা বলিপাড়া জোন উদ্ধার করে ধ্বংস করা হয়।