র্যাম্বো ত্রিপুরা; থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানানোর পাশা পাশি জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান থানচিতে ৩৮, বিজিবি ব্যাটালিয়ান, বলিপাড়া জোন ব্যবস্থাপনায় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ই আগষ্ট রবিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৮, বিজিবি ব্যাটালিয়ান, বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম, ১০২ জন গরীব দুঃস্থদের মাঝে চাল, ডাল, আলু, আটা, তেল ও লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় এলাকার স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আকতার হোসেন মেম্বার ৩নং ওয়াড, বলিপড়া ইউনিয়ন, মংক্যসিং মারমা মেম্বার ২নং ওয়ার্ড, বলিপাড়া ইউনিয়ন, থানচি উপজেলা প্রেসকøাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যগনসহ জোন অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বলিপাড়া জোন ব্যবস্থাপনায় প্রথম ধাপ এলাকার গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। জাতীয় শোক দিবস উপলক্ষে পরবর্তিতে এই এলাকার সকল গরীব দুঃস্থদের মাঝে আরো খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকীতে থানচিতে নানান কর্মসূচীর মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন গুলো উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে মুনাজাত করা হয়েছে।