শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার,(লামা সার্কেল)কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে।৯ ডিসেম্বর লামা থানায় অনুষ্ঠিত আন্তঃ লামা সার্কেল ব্যাডমিন্টন (দ্বৈত) টুর্নামেন্ট-২০২০ খেলা উৎসবর মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ফাইনালে লামা থানা দলকে পরাজিত করে নাইক্ষ্যংছড়ি থানা অপরাজিত চ্যাম্পিয়ন হয়।এতে এসআই(নিঃ)মুহাম্মদ নুর ইসলাম ও এসআই(নিঃ)মোঃ জাফর ইকবাল গ্রুপ শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রপি,সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ পূর্ববতী এএসপি( সার্কেল)রেজওয়ানুল ইসলাম বলেছেন,নাইক্ষ্যংছড়ি থানা ইতিমধ্যে বিট পুলিশিং ও খেলাধুলায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন।এ ধারা যেন অক্ষুন্ন থাকে শুভকামনা করেন তিনি।এ সময় লামা থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।