উথোয়াইচিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের সদর উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে । ধর্ষক বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মন্জয় পাড়ার বাসীন্দা লাতুমং মারমা (৩৫)।
উপজেলার রাজবিলা ইউনিয়নের মন্জয় পাড়ায় গত রোববার (২১.০৩.২০২১) তারিখ এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত লাতুমং (৩৫) পলাতক রয়েছেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, গত ২১ মার্চ রাত সাড়ে ৮টা দিকে বাড়িতে শিশু ছাড়া পরিবারে অন্য সদস্যরা কেউ না থাকার সুযোগে লাতুমং গামছা দিয়ে তার মুখ চেপে জোরপূর্বক ঘর থেকে বের করে নিয়ে পাশ্বর্বতী ঝোঁপে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটিকে তাদের গ্রামে এক লোক ঝোঁপে দেখতে পায়। পরে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বান্দরবান ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা জানান, ধর্ষক যেই হোক, যে অপরাধ করেছে সেই অপরাধী। একবিন্দু ও ছাড় নেই। ধর্ষককে যেখানে পাই না কেন তাকে ধরিয়ে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবার পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।