।।রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় গোলাগুলিতে ইউপিডিএফ এর এক সদস্য নিহত হয়েছে,নিহতের নাম সাজেক চাকমা(৩৫),এসময় একটি ২২ রাইফেল ও একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ ৩/১২/২০ বৃহস্পতিবার দুপুরে নানিয়াচরের ১৯ মাইল এলাকায় এই ঘটনা ঘটেছে।নিহত সাজেক চাকমা (৩৫)সাবেক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা।সে ইউপিডিএফ এর সশস্ত্র শাখার চাদা কালেক্টর ছিলেন।
নানিয়ারচর সেনাজোনের ১৯ মাইল এলাকায় টহলরত সেনা সদস্যদের উপর হঠাৎ গুলি করলে,পাল্টা পাল্টি গুলিতে সাজেক চাকমা নামে ইউপিডিএফ এর সদস্য নিহত হয়।
এই ব্যাপারে মুঠোফোনে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির সাহেব জানিয়েছেন,গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন,এবং ওখানে একটি ২২ রাইফেল,একটি রিভলবার,৬ রাউন্ড গুলি,দুইটি ম্যাগজিন,নগদ ১৮৩৫০টাকা,চাদার রশিদ বই,তিনটি মোবাইল উদ্ধার করেছেন।এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।