বাঘাইছড়ি প্রতিনিধি:
রাংগামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন এর বটতলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।উক্ত স্থানে মাদক কারবারি ও সশস্ত্র সন্ত্রাসীরা গোপন সভা করছিল। যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে ১৬টি মটর সাইকেল ৮০পিচ ইয়াবা নগদ ১৩৩৫ টাকা ও চারটি চাঁদা আদায়ের রশিদ রেখে পালিয়ে যায়। উক্ত মালামাল থানায় জব্দ করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক ইমতিয়াজ মাহমুদ।তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। উক্ত মামলার নাম্বার তিন।
বাঘাইছড়ি থানার উপপরিদর্শক সাইদ আসাদ জানান, গয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি বঙ্গলতলী ইউনিয়ন এর বটতলা এলাকায় সংঘবদ্ধ ইয়াবা পাচারকারীদল অবস্থান করছে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চলায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ১৬টি মটর সাইকেল ৮০পিচ ইয়াবা নগদ ১৩৩৫ টাকা ও চারটি চাঁদা আদায়ের রশিদ রেখে গহীন জঙ্গলে পালিয়ে যায়।উক্ত মালামাল জব্দ করে মাদক দ্রব্য আইনে মামলা হচ্ছে এবং এই মটর সাইকেল এর সুত্র ধরে মাদক কারবারীদের ধরার চেষ্টা হচ্ছে।