মাটিরাঙ্গা প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন চলছে শেষ হিসেব- নিকেশ। মাটিরাঙ্গা পৌর নির্বাচনে যথারীতি জাতীয় নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে সকল প্রস্তুতি শেষে আজ শনিবার বিকাল ৩ টা থেকে নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনের সকল ধরণের সামগ্রী কেন্দ্রে- কেন্দ্রে পৌছে গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান বিএনবি ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী ব্যালট পেপার আকামী কাল( ১৪ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রে-কেন্দ্রে পৌছে যাবে বলে জানান।
উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী সহিংসতা রোধে নেয়া হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার-ভিডিপিসহ ৪ স্তরের নিরাপত্তা বলয়। এছাড়া ৯টি কেন্দ্রের জন্য ৯জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচন কালীন দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন। ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নাব বিবি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান মেয়র মো. সামছুল হক। মাটিরাঙ্গাা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনিত প্রার্থী মোঃ শাহজালাল কাজল লড়ছেন ধানের শীষ প্রতীক। মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন মাটিরাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ জানান, নির্বাচনী সহিংসতা রোধে নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা। তাছাড়া ৯টি কেন্দ্রের জন্য ৯জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
মাটিরাঙ্গা পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে ব্যালটের মাধ্যমে।