হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসের অফিস সহায়ক এর অবসর জনিত বিদায় উপলক্ষে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অদ্য ৬ ফেব্রয়ারী শনিবার আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব সুরেশ কুমার তংচঙ্গ্যা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহিম, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হারাধন কর্মকার, বিদায়ী শিক্ষক শেখ আব্দুল অহীদ , আবদুল আউয়াল ভূঁইয়া, থুইঅং মারমা, ছায়া রানী চাকমা, অফিস সহায়ক জিল্লুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মংথু মারমা, সুইচিং হ্লা মারমা, এস এম আশরাফ , ইউসুফ আলী, আবু কাশেম চৌধুরী, শিল্পী চাকমা,পাইথুইঅং খেয়াং,অনুশ্রী দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।