লংগদু প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে গণহত্যা দিবসকে কেন্দ্র করে লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিঞা খান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহনেওয়াজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অপারেশন সার্চলাইটের নামে দেশের আপমর জনসাধারণের উপর গণহত্যা চালিয়েছে পাকিস্তানীরা। তারা ঐ রাতে বঙ্গবন্ধুকে তুলে নিয়ে যায়। এই ঘটনার জেরে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। পরে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হয়।