(মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাবুপাড়ার নিকটে স্যানিটারী ব্যবসায়ি মোঃ মইনুল হক আজ ১৬ডিসেম্বর শনিবার ৩.৪৫ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
ঘটনাক্রমে জানা যায় যে, প্রতিদিনের ন্যায় আজ মোঃ মঈনুল হক নিজ স্যানিটারী দোকানে কাজ করার বিশেষ মুহুর্তে বৈদ্যুতিক চালিত পানি উত্তোলিত হয় এমন মটর হঠাৎ বন্ধ হয়ে যায়, সেই মটর দেখার জন্যে দোকানের নিচে যায় মোঃ মঈনুল হক ভেজা শরীরে মটরে হাত দেয়ার সাথে সাথেই শরীর বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, এমন মৃত্যুর ঘটনাটি বড়ই মর্মান্তিক তবুও উক্ত ঘটনায় মৃত ব্যক্তির বিষয়টি অপমৃত্যু হওয়ায় আইনি প্রক্রিয়ায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্ত সাপেক্ষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।