হাবীবু্ল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে অদ্য ২৫শে জানুয়ারী রোজ সোমবার বিকালে স্বতঃস্ফূর্তভাবে এই ফাইনাল খেলাটি সম্পন্ন হয়।
রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এই ক্রিকেট টুর্ণামেন্টটির আয়োজন করা হয়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাঙ্গালহালিয়া একাদশ বনাম ইসলামপুর বালুমুড়া নিউ কিংস একাদশ।
প্রথমে বাঙ্গালহালিয়া একাদশ ব্যাটিং-এ নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। পরবর্তীতে ১১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইসলামপুর বালুমুড়া নিউ কিংস একাদশ ১০ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। ফলে ৩ উইকেটে জয়লাভ করে পুরো টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয় বাঙ্গালহালিয়া একাদশ। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনান উবাচ মারমা, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক ক্যাসাচিংমারমা মিলন, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব কামরুল ইসলাম, হেডম্যান প্রতিনিধি মংচিং চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, আদুমং মারমা,মংএত্রি মারমা, হ্লানুমং মারমা, সুইক্যচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী,নজরুল ইসলাম, টিটু বড়ুয়া,মউচিং মারমা, নুরুল আফসার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আব্দুল রাজ্জাক, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আবু মুছা, মাসুম সর্দার, পুলক সাহাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুমন বড়ুয়া।