শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ওয়ার্ড ভিত্তিক উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২১ জানুয়ারী সকাল ১১ টায় উখিয়ার ঘাটস্থ ক্যাফে হাইওয়ে রেস্তোরাঁয় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এ সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন,আগামী অর্থ বছরে উক্ত ওয়ার্ডের বাসিন্দাদের চাহিদা ও পছন্দের ভিত্তিতে প্রকল্প পরিকল্পনা হাতে নেওয়া হবে।যা স্বচ্ছতার ভিত্তিতে বাস্তবায়ন করতে বাধ্য থাকিবো।
প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনগণের চাহিদা নিরুপনে এলজিএসপি-৩ এর আওতায় অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প গ্রহণে জনঅংশগ্রহণমূলক হবে বলে অবহিত করা হয়।পালংখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ওয়ার্ড সভায় পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোনালী,সমাজকর্মী এম.ছৈয়দ আলম,মোঃসিদ্দিক,দেলোয়ার হোসেন টিসু,আবদুল হক,মনছুর আলী সহ সুশীল সমাজ,দিনমজুর,
চাকুরীজীবী,শিক্ষক, ইমাম সহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।