উথোয়াইচিং মারমা;(বান্দরবান প্রতিনিধি)ঃ
বান্দরবানে বর্ণাঢ্য ভাবে বৌদ্ধ সম্প্রদায়ের মহা পিন্ড দানের মধ্য দিয়ে শেষ হলো কঠিন চীবর দান ধর্মীয় উৎসব।
এ উপলক্ষে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ঐতিহ্যবাহী বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার (খিয়ং ওয়া কিয়ং) হতে ৩৮৫ জন বৌদ্ধ ভিক্ষুরা সারিবদ্ধ ভাবে খালি পায়ে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহা পিন্ড দান গ্রহণ করে একই স্থানে এসে সমবেত হয় ।
পিন্ড দান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের মহা পিন্ড দান করেন। এছাড়াও পৌর মেয়র ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস , সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরীসহ অনুষ্ঠানে অংশ নেয়।
এ সময় জেলা শহরের বৌদ্ধ সম্প্রদায়ের সকল নারী-পুরুষেরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে পিন্ড দান করেন। পরে বিকেলে রাজগুরু বৌদ্ধ বিহারে পঞ্চশীল ও ধর্ম দেশনার মাধ্যমে শেষ হয়।
প্রসঙ্গত, কথিত আছে বহু বছর আগে গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ লোকবসতি এলাকায় গিয়ে এভাবে পিন্ড ও আহার (ছোয়াইং) সংগ্রহ করতেন। তারই ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা যুগযুগ ধরে এই ঐতিহ্যবাহী উৎসবটি পালন করে আসছে।