।।কামরুল ইসলাম,খাগড়াছড়ি।।।
সারা দিনের ব্যাপক উত্তেজনার পরে নৌকার বিজয় সুনিশ্চিত হলো।বিভিন্ন বুথের জরিপে জানা যায় নৌকা পায়েছে ৯০৩২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবাইল পেয়েছে ৮৭৪৯ভোট।এছাড়া ধানের শীষ ৪৩০৮ ভোট,লাঙল ১৮৪ ভোট।
কোন বিশেষ ঘটনা ছাড়াই শেষ হলো খাগড়াছড়ি পৌর নির্বাচন। বিভিন্ন প্রার্থীরা চষে বেড়িয়েছেন এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে।ভোটারদের মধ্যে দেখা গেছে ভোটের আমেজ।সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার দের দীর্ঘ লাইন দেখা গেছে।একজন ভোটারের সাথে কথা বলে যানা গেল তার খুশির কথা।তিনি বললেন অনেক দিন পরে ভোট দিতে পেরে নিজেকে খুব খুশি লাগছে।মহিলা ভোটার দের উপস্থিতি চোখে পরার মতো। তবে নতুন পদ্ধতিতে ভোট যদিও অনেকের কাছে আতংকিত তার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার পরে সে আতংক কেটে যায়।এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ছিলো বেশ সতর্ক্য অবস্থানে।যে কোন অপ্রিতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত।রাস্তায় সরব মেজিস্ট্রেটের গাড়ি।প্রত্যেক কেন্দ্র একজন করে মেজিস্ট্রেট ছিলো। এছাড়া পুলিশ বিজিবি সদস্যরা বেশ সতর্ক্য অবস্থানে ছিলো।
এবার খাগড়াছড়ির পৌরসভার নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী সহ ৫০ জন কাউন্সিলর প্রার্থী এবং ৪ জন মহিলা কাউন্সিলর বিভিন্ন মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে মোট ভোটার ৩৭ হাজার ৮৭ জন।পুরুষ ভোটার ২০হাজার ৩৫১ জন,মহিলা ভোটার১৬ হাজার ৭৩৬ জন