উথোয়াইচিং মারমাঃ
বান্দরবানের লামা পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট চলবে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে লামা পৌর এলাকার ভোটাররা।
ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তার পাশাপাশি
বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা নির্বাচনী এলাকায় কাজ করছেন।
দেশের অন্যান্য জায়গায় ইভিএমে ভোট হলেও পার্বত্য জেলা বান্দরবানে এবার তা হচ্ছে না।
লামা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৯ জন, নারী প্রার্থীসহ মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।