llখাগড়াছড়ি প্রতিনিধিll
খাগড়াছড়ি সদর মুসলিম পাড়ায় আজ ১৩ জানুয়ারি রাত ৯ টায় আন্তঃজেলা ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল।নয়নপুর ব্রাদার্স বনাম এ জেড ফাইটার এর মধ্য তুমুল লড়াইয়ে এ জেড ফাইটার, নয়নপুর ব্রাদার্স কে হারিয়ে চেম্পিয়ান হয়ে প্রথম পুরস্কার অর্জন করেন।উক্ত ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব দিদারুল আলম (দিদার ভাই)। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন জনাব আমির আলী এবং জনাব জয়নাল আহমেদ।
প্রধান অতিথি জনাব দিদারুল আলম দিদার ভাই প্রধান অতিথি হিসেবে বলেন সন্ত্রাস এবং মাদক মুক্ত একটি সমাজ গঠনের ক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নাই।তিনি বলেন তিনি যেমন শতভাগ মাদক মুক্ত ঠিক তেমনি একটি শতভাগ মাদক মুক্ত সমাজ গঠনের। এজন্য তিনি এরকম একটি সুন্দর আয়োজনের জন্য এবং উনাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন করার জন্য পরিচালনা পর্ষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে ৫০০০০টাকা পরিচালনা পর্ষদ কে অনুদান হিসাবে দান করেন।
উল্লেখ্য গত ৩১ডিসেম্বর খাগড়াছড়ি সদর মুসলিম পাড়ায় খাগড়াছড়ি পৌর সভার জন নন্দিত মেয়র জনাব রফিকুল আলম ব্যাটমিল্টন খেলার উদ্বোধন করেন।