শ.ম.গফুর,উখিয়া,(কক্সবাজার):
কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মামুনুর রশিদ উখিয়ায় আগমনে উপজেলা পরিষদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে।
বুধবার(১৩ জানুয়ারী) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ জেলা প্রশাসক কে ফুলের তোড়া হাতে দিয়ে স্বাগত জানান।এরপর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জালিয়াপালং ইউপির চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,হলদিয়াপালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রমুখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আমিমুল এহসান খান সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক মামুনুর রশিদ উখিয়ার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উখিয়া-টেকনাফে যেসব রোহিঙ্গা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তার জন্য স্থানীয়রা নিরাপত্তাহীনতায় আছেন বলে তুলে ধরেন। তাঁরা উখিয়া ষ্টেশনের যানজেটের নিরসন, উখিয়ার শিক্ষিত স্থানীয়দের যোগ্যতা অনুসারে ক্যাম্পে চাকরি নিশ্চিৎ করণে ব্যবস্থা গ্রহণ করার দাবীও করেন।