অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাইে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ড্রাইভিং লাইসেন্স বিহিন এবং মোটর-সাইকেলে হেলমেট পরিধান না করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৮ টি মামলা দায়ের করা হয় এবং সেইসাথে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার (৩ জানুয়ারী ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর এলাকার কাপ্তাই সড়কে এই অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এইসময় ইউএনও অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম সহ কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে উক্ত অভিযানে সহযোগিতা করেন।