খাগড়াছড়ি প্রতিনিধি:
ইউপিডিএফ প্রসিত পন্থি কৃর্তক ভ্রাতৃঘাতী সংঘাত প্রতিরোধ কমিটিতে নাম দিয়ে দেওয়ার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে ভূক্ত ভোগী জন প্রতিনিধি ও পাড়া প্রধানরা।
বৃহস্পতিবার দুপুরে(২ টায়) খাগড়াছড়ি শহরস্থ পানখাইয়া পাড়া রোডে পেস্নংসা রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন রাঙ্গামাটির সাজেক ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে নাম দিয়ে দেওয়া জন প্রতিনিধি ও পাড়া প্রধানরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি মেম্বার পরিচয় চাকমা। লিখিত বক্তব্যে বলা হয় ইউপিডিএফ প্রসিত পন্থীরা তাদের অজান্ত্মে ভ্রাতৃঘাতী সংঘাত প্রতিরোধ কমিটি গঠন করে এবং তাদের মতামত না নিয়ে সে কমিটিতে তাদের সদস্য রাখা হয়। তাই তার প্রতিবাদে ও তাদের নাম প্রত্যাহারের জন্য তাদের এই প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অতুল লাল চাকমা, ইউপি মেম্বার হিরানন্দ ত্রিপুরা,পাড়া পাড়া প্রধান বিশ্ব মনি চাকমা ও খগেন্দ্র চাকমা।