(রিপন ওঝা,মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ২২ ডিসেম্বর রোজ মঙ্গলবার বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর কবিতা লেখার অপরাধে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান বাদি হয়ে মতিউর রহমান পলাশ নামের আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়।
উক্ত মামলায় মহালছড়ি থানা পুলিশ মতিউর রহমান পলাশ (৩২)কে পিতাঃ মৃত সরাফুল, সাং-মোহাম্মদপুর, ৩ নং ওয়ার্ড, মহালছড়ি খাগড়াছড়ি আটক করেছে।
এজাহার সুত্রে জানা যায় আসামী মতিউর রহমান পলাশ তার নিজ নামের ফেসবুক আইডি হতে”মুজিবের মূর্তি” শিরোনামে ১৮ লাইন বিশিষ্ট একটি কবিতা তার ফেসবুকে পোস্ট করে। যার মাধ্যমে জাতির পিতাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করে মানিহানিকর তথ্য প্রকাশ ও প্রচার হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এছাড়াও উক্ত পোস্টটি পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার জনমনে ক্ষোভ সহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে উক্ত মামলা বাদী মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতির নিকট হতে জানা যায় যে বিএনপি ও জামায়াত জোট সরকারের সময়ের তরুন দল ও জিয়া পরিষদ রাজনীতির সাথে যুক্ত।
উক্ত মামলার বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর বলেন আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২১,২৯ ও ৩১ ধারায় মামলা রজু করা হয়েছে।