মংহাইসিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৯২ হাজার ৫০০ ইয়াবাসহ দুইমাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় পাচারকালে তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর ) রাতে ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়া বাজারের পাকা রাস্তার মূখ এলাকা থেকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে তাদের আটক করলেও বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
আটককৃরা হলেন- কক্সবাজারের পিটিআই স্কুল এলাকার মৃত দুনু মিয়ার ছেলে মঞ্জুর আলম (৩২) ও উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার আলী আহমদের ছেলে নুরুল আলম(২৯)।
পুলিশ জানায়, বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে বেতবুনিয়া বাজারে যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তায় পৌঁছলে সন্দেহজনিত হলে তাদের গাড়ি গতিরোধ করে পুলিশ। ওই সময় তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দুইমাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোর্পদ করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।