কাউখালী প্রতিনিধি।
দিলোয়ারা আক্তার।
আজ ২০ ডিসেম্বর রোজ রবিবার সকালে কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের ব্যবস্থাপনায় মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় ৩৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অর্থ সংকটে শীতবস্ত্র ক্রয়ে অক্ষম এমন শীতার্ত কিছু মানুষের দুর্দশা লাঘব করার জন্য এই কর্মসূচি।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান “জনাব সামশুদ্দোহা চৌধুরী ” এবং উপজেলা নির্বাহী অফিসার “শতরূপা তালুকদার “।এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান “খইচাবাই তালুকদার “।