শ.ম.গফুর.উখিয়া,কক্সবাজার
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে উখিয়া প্রেসক্লাব।
সভাপতি এসএম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের নেতৃত্বে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় পুষ্পার্ঘ্য অর্পণ পূর্বক শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত সহ-সভাপতি হুমায়ুন কবির জুসান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক বাবুল,কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ, ও নুর মোহাম্মদ সিকদার, এবং সদস্যদের মধ্যে শ.ম গফুর,মোহাম্মদ ফেরদৌস, ইব্রাহিম মোস্তফা,শফিউল শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।